লোকনন্দন উৎসব : শিবব্রত গুহ
প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২১ ২২:২১
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৬:৪২
উৎসব মানুষের জীবনের এক বড় জায়গা জুড়ে রয়েছে। প্রতি বছরের মতো গত ২০২০ সালেও কোলকাতার হালতু নন্দীবাগান ময়দানে, লোকনন্দন উৎসবের আয়োজন করেছিল, জনকল্যাণ ও লোকসংস্কৃতি সমিতি।
এই উৎসব শুরু হয়েছিল গত ২৬শে ডিসেম্বর। এর সমাপ্তি ঘটেছিল গত ২৮ শে ডিসেম্বর। এই তিন দিন ধরে, মানুষের যেন ঢল নেমেছিল হালতু নন্দীবাগান ময়দানে। এখানে এই উৎসবকে কেন্দ্র করে অনেক স্টল বসেছিল। তার মধ্যে খাবারের দোকানও ছিল।
এই উৎসব পুরোটাই ছিল বাউল গানকে কেন্দ্র করে। বাউল গান মানব জীবনের সারসত্যকে তুলে ধরে। এই গানে মাটির স্পর্শ পাওয়া যায়। মাটির সুরে মাটির টানে এই উৎসব মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়।
এখানে সারা পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি বাংলাদেশ থেকেও বাউলেরা আসেন অংশগ্রহণ করতে। বিখ্যাত পার্বতী দাস বাউল, লক্ষ্মণ দাস বাউল, বাংলাদেশ থেকে আগত দীপরেশ বাউল সহ নানা নামীদামী বাউলের গানে মাতোয়ারা হয়ে যায় দর্শকবৃন্দ। সত্যিই, এ এক অনবদ্য উৎসব - একথা বলাই যায়।
শিবব্রত গুহ
কলকাতা
বিষয়: শিবব্রত গুহ
আপনার মূল্যবান মতামত দিন: