সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সিডনিতে মুক্তি পাচ্ছে সাড়া জাগানো সিনেমা প্রহেলিকা


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৩ ০৫:১৯

আপডেট:
৫ আগস্ট ২০২৩ ০৫:৫৬

ছবিঃ মিট দ্য প্রেস অনুষ্ঠানে আয়োজক, পরিবেশক, মিডিয়া ব্যক্তিবর্গ এবং স্পন্সরদের সাথে নায়ক মাহফুজ আহমেদ

 

প্রহেলিকা শব্দের অর্থে ধাঁধা বা হেঁয়ালি। ঈদে মুক্তি পাওয়া প্রহেলিকা সিনেমা ইতিমধ্যে বাংলাদেশের দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। চয়নিকা চৌধুরী নির্মিত এই সিনেমার মধ্য দিয়ে আট বছরের বিরতি শেষে অভিনয়ে ফিরছেন নায়ক মাহফুজ আহমেদ। প্রহেলিকা'য় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মাহফুজ ও বুবলি। সেইসঙ্গে অভিনয় করেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় ও মেধাবী অভিনেতা নাসির উদ্দিন খান। চলচ্চিত্রটিতে মনা চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, অর্পা চরিত্র করেছেন বুবলি। এই সময়ের আরেক জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপুও প্রহেলিকায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। 'পরাণ' সিনেমাতে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। অনেকগুলো গান আছে প্রহেলিকায়।

 ছবিঃ প্রহেলিকার “মনা” মাহফুজ আহমেদ বক্তব্য রাখছেন।
৫ আগস্ট সিডনির হোয়েটস ব্ল্যাকটাউন সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার হবে। এই উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার মিডিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্পন্সদের নিয়ে সিডনির পাঁচ তারকা শেরাটন গ্র্যান্ড হোটেলে “মিট দ্য প্রেস” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নায়ক মাহফুজ আহমেদ প্রহেলিকা, সহ অভিনেতা/ অভিনেত্রীএবং তাঁর দীর্ঘ অভিনয় জীবনের নানারকম অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ছবিঃ প্রভাত ফেরীর প্রধান সম্পাদক শ্রাবন্তী কাজী এবং নায়ক মাহফুজ আহমেদ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাত ফেরীর প্রধান সম্পাদক এবং অস্ট্রেলেশিয়ান ইন্ট্যার ন্যশনাল একাডেমির সি ই ও শ্রাবন্তী কাজী, জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন, সিডনির স্বনামধন্য কবি ও সাংবাদিক আবু নাঈম আব্দুল্লাহ, অজয় দাশ গুপ্ত, মুক্তমঞ্চের সম্পাদক নোমান শামীম, সিডনি বেংগলী পত্রিকার সম্পাদক আবু তারেক, প্রশান্তিকার সম্পাদক আতিকুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান সুমন, কে দে আকাশ, অভিনেতা এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট রহমত উল্লাহ, সময় টিভির আমিনুল ইসলাম রুবেল, শুভজিৎ ভৌমিক, নাট্য ব্যক্তিত্ব জন মার্টিন, মোঃ ইয়াকুব আলী সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে অতিথিদের ডিনারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও সঞ্চলনায় ছিলেন স্বনামধন্য সাংবাদিক কাউসার খান এবং পথ প্রডাকশনের সাকিব ইফতেখার।
দেশি ইভেন্টসের স্বত্বাধিকারী সৈয়দ ফায়াজ জানান যে, প্রিমিয়ারের টিকেট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে ব্ল্যাকটাউনের হোয়েটস মাল্টিপ্লেক্সের তিনটি হলে এক দিনে একই সঙ্গে দেখা যাবে ‘প্রহেলিকা’। বাংলা সিনেমার জন্য যেটা একটি নতুন রেকর্ড। সিডনির পরের দিনের শোয়ের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।

ছবিঃ আয়োজক ও পরিবেশকদের সাথে নায়ক মাহফুজ আহমেদ
রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। অস্ট্রেলিয়ায় প্রহেলিকা পরিবেশন করছে বাংলাদেশি সংগঠন পথ প্রোডাকশন ও দেশি ইভেন্টস। সিডনিতে প্রহেলিকার মিডিয়া পার্টনার হিসেবে আছে প্রভাত ফেরী এবং প্রশান্তিকা। স্পন্সর করেছে অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যশনাল একাডেমি, ফুচকা হাউজ এবং এম্বি বায়ার্স।

 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top