সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ইডেনে বসে দেশের জয় দেখলেন মিক জ্যাগার


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৩ ১৫:১৬

আপডেট:
৩ মে ২০২৪ ০৪:৫৯


ব্রিটিশ কিংবদন্তি তারকা মিক জ্যাগার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের ম্যাচ দেখতেই হাজির হন। শনিবার জয় দিয়েই বিশ্বকাপ অভিযান সমাপ্ত করল ইংল্যান্ড। ইডেনে পাকিস্তানকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেশে ফিরছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ইডেনে গ্রুপ পর্বের শেষ ম্যাচ অলঙ্কিত হল মিক জ্যাগারের সান্নিধ্যে। ব্রিটিশ সুর-সম্রাটের সঙ্গেই ইডেনে দেখা গিয়েছে ঊষা উত্থুপকে।

জানা গেছে, বিশ্বকাপে ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল তাকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণেই মাঠে আসেন নামী এই সঙ্গীতশিল্পী।

শুধু ইডেনে বসে খেলা দেখা নয়, কলকাতা ক্রিকেটের (সিএবি) পক্ষ থেকে মিকের জন্য আয়োজন করা হয় বাঙালি খাবারের।

এদিকে চলতি বছর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন মিক। ৭৯ বছর বয়সে বাগদান সেরেছেন এই রকস্টার। বান্ধবী মেলানি হ্যামরিকের বয়স মাত্র ৩৬। গত নয় বছর ধরে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মিক ও মেলানি। অবশেষে চলতি বছরে একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ হলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top