সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


অস্কারের দৌড়ে প্রশংসিত চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৩ ১৫:৪৭

আপডেট:
৩ মে ২০২৪ ০০:৪৮


নেই কোনো বড় তারকা। নেই প্রচার-প্রচারণা! তবু গল্পের গাঁথুনি আর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বলছিলাম বছরের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’-এর কথা। দর্শক-সমালোচকদের মুগ্ধ করে এবার অস্কারের দৌড়ে যাচ্ছে সিনেমাটি।


সম্প্রতি এমনটাই জানালেন সিনেমার প্রধান অভিনেতা বিক্রান্ত মাসে।
‘সাহিত্য আজতাক-২০২৩’-এর অনুষ্ঠানে এ কথা জানান বিক্রান্ত। আজতাকের সঙ্গে কথোপকথনে বিক্রান্ত মাসে তাঁর স্ট্রাগল পিরিয়ডের কথা তুলে ধরেন। জানান, তিনি কতটা লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছেন।


মাত্র ১৫ বছর বয়স থেকেই তাঁর ফিল্মের ক্যারিয়ার শুরু হয়, কারণ তখন তাঁর খুব কাজের প্রয়োজন ছিল। অভিনেতা চাননি তাঁর বাবা তাঁর পড়াশোনার খরচ বহন করুন।
‘টুয়েলভথ ফেল’-এর সাফল্যের বিষয়ে অভিনেতা বলেন, ‘আমার মনটা ভরে যাচ্ছিল। এর থেকে বেশি আমি আর কী চাইব।


দর্শকরা যখন সিনেমাটি দেখে বেরিয়ে এসে প্রশংসা করছিল, তা শুনে খুব ভালো লাগছিল। তারা সবাই এই সিনেমা বানানোর জন্য আমাদের ধন্যবাদ জানাচ্ছিলেন।’
তিনি আরো বলেন, ‘কেবল আমার জন্য এটি ভালো পারফর্ম করেনি। সব কলাকুশলীর জন্যই এটা ভালো পারফর্ম করেছে। আমার থেকে সিনেমার গল্প অনেক বড়।


আমি যদি বলি এই সিনেমায় একমাত্র নামকরা আমি, সেটা অত্যন্ত বোকামো হবে।’
বিক্রান্ত মাসেকে সর্বশেষ দেখা গেছে ‘টুয়েলভথ ফেল’-এ। বক্স অফিসে বেশ ভালো সাফল্য পেয়েছে সিনেমাটি। এতে বিক্রান্ত মাসের পাশাপাশি মেধা শঙ্কর, সঞ্জয় বিষ্ণয়কে দেখা গেছে। সিনেমাটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তিতে। তাঁর লেখা এই বইটি অন্যতম সেরা বিক্রীত বই, যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top