সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


শাহরুখ, অক্ষয় ও অজয়কে আইনি নোটিশ


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৩ ১৬:১৬

আপডেট:
৩ মে ২০২৪ ০৫:১৮


একসঙ্গে আইনি বিপাকে পড়লেন বলিউডের তিন মহারথী শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন। বলি তারকা। তিন তারকাকে একসঙ্গে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের নির্দেশে এই নোটিশ পাঠানো হয়েছে।


জানা গেছে, শাহরুখ-অজয় ও অক্ষয় একটি গুটখার (তামাক পণ্য) বিজ্ঞাপনের প্রচারের মুখ। সেই বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই বিজ্ঞাপনের তিন অভিনেতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বিচারপতি রাজেশ সিং চৌহানের বেঞ্চের পক্ষ থেকে এর আগেও কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আবেদনকারীর আবদনের বিষয়ে ভাবনা চিন্তা করার। এই আবেদনকারী দাবি করেছিলেন যে শাহরুখ, অক্ষয় বা অজয় দেবগনের মতো অভিনেতারা যারা অনেক নামী-দামী পুরস্কারে সম্মানিত, যারা একটি হাইপ্রোফাইল জীবন কাটান, যাদের অনেক ভক্ত অনুরাগী রয়েছে, তারা কীভাবে গুটখা কোম্পানির হয়ে প্রচার করছে?

1
বিজ্ঞাপনে একসঙ্গে শাহরুখ-অক্ষয়-অজয়
আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২২ অক্টোবর সরকারের কাছে বিষয়টা জানানো হলেও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


এরপরই আদালত অবমাননার আবেদনের শুনানি করে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে নোটিশ পাঠায় হাইকোর্ট। এরপর শুক্রবার ডেপুটি সলিসিটর জেনারেল এসবি পাণ্ডে হাইকোর্টকে জানান যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগনকে শোকজের নোটিশ পাঠিয়েছে। বেঞ্চের পক্ষ থেকে এই কেসের পরবর্তী শুনানির দিন আগামী বছরের ৯ মে ধার্য করা হয়েছে।
অন্যদিকে হাইকোর্টকে আরও একটি তথ্য জানানো হয়।


সেখানে উল্লেখ করা হয়, অমিতাভ বচ্চন গুটখা কোম্পানিকে নোটিশ পাঠিয়েছেন যে তারা কেন এখনও তাঁর বিজ্ঞাপন দেখাচ্ছে, যেখানে তিনি তাদের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছেন ইতোমধ্যেই।
অজয় দীর্ঘদিন ধরেই এই গুটখা কোম্পানির প্রচারের সঙ্গে জড়িত থাকলেও অক্ষয় ও শাহরুখ খান চুক্তিবদ্ধ হয়েছেন সাম্প্রতিক সময়ে। এর আগে অক্ষয় কুমার জানিয়েছিলেন যে তিনি আর গুটখার হয়ে প্রচার করবেন না। কিন্তু চলতি বছর একটি নামী গুটখা কোম্পানির হয়ে বলিউডের এই তিন তারকাকে প্রচার করতে দেখা যায়। তখনই বিতর্ক শুরু হয়েছিল।


তারকাদের ভক্তরাও অনেকেই বিরক্ত হয়েছিলেন তাদের এই কাজে। এত বড় মাপের তারকারা এই ধরণের তামাকজাতীয় পণ্যের প্রচার করুক, তা মেনে পারেননি অনেকেই। অবশেষে আদালতের সীমানাই দেখতে হচ্ছে তিন তারকাকে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top