সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৭

আপডেট:
৩ মে ২০২৪ ০৮:২০


প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। তেমন কোনো অসুস্থতা নয়, বরং হঠাৎ করেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে তাঁর পরিবার।


‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্‌সপিয়ার ইন লাভ’, ‘মিচেল ক্লেটন’-এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করা এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। গত শতকের সাতের দশকে ‘রয়াল একাডেমি অব ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্‌সপিয়ার ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্যান বিগিনস’-এর মতো নানা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।


তবে টম সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি সিনেমা ‘দ্য ফুল মন্টি’তে। সিনেমাটির জন্য তিনি বাফটা পুরস্কার জিতেছিলেন।
২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ও ২০০৭ সালে ‘মিচেল ক্লেন্টন’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মোট ছয়টি বাফটা মনোনয়ন ও দুটি অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন টম উইলকিনসন।


২০০৮ সালে এইচবিও সিরিজ ‘জন অ্যাডামস’-এর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চরিত্রের জন্য তিনি এমি অ্যাওয়ার্ড পান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top