সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


হারলেন মৌসুমী, আবারও ক্ষমতায় মিশা-জায়েদ


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০১৯ ০৪:০০

আপডেট:
৬ মে ২০২৪ ১৫:১২

হারলেন মৌসুমী, আবারও ক্ষমতায় মিশা-জায়েদ

প্রভাত ফেরী, বিনোদন ডেস্ক: অজানা কারণে পেছন থেকে অনেকেই সরে গেলেন। তবু শেষ পর্যন্ত একাই লড়াই করেলেন মৌসুমী। বিপরীতে শক্তিমান মিশা-জায়েদ প্যানেল। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত অনেকেই ভেবে রেখেছেন সমিতির নারী সভাপতি হিসেবে মৌসুমীই প্রথম বিজয়ের মশাল জ্বালাবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে।



কিন্তু, না। হলো না। মাত্র ১২৫ ভোট পেয়ে হেরে গেলেন মৌসুমী। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে পুনরায় সভাপতি পদে মিশা সওদাগর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। তারা দু'জন যথাক্রমে ২২৭ টি ২৯৪টি ভোট পেয়েছেন। সভাপতি পদে মিশার নিকটতম প্রতিদ্বন্দ্বি মৌসুমী পেয়েছেন ১৩৫টি ভোট। আর জায়েদ খানের প্রতিদ্বন্দ্বি ইলিয়াস কোবরা পেয়েছেন মাত্র ৬৮টি ভোট।



শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।



নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল মাসুম পারভেজ রুবেল। এছাড়া সহকারি সাধারণ সম্পাদক পদে আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামনুন হাসান ইমন, সংস্কৃতি ক্রীড়া সম্পাদক জাকির হোসেন জয়ী হয়েছেন।



কার্যকরী সদস্য পদে অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব রোজিনা নির্বাচিত হয়েছেন।



কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত, দফতর প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদকে বিজয়ী ঘোষণা করা হয় আগেই।



চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে শুধু একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে, মিশা সওদাগর-জায়েদ খান। এর বাইরে অন্যরা স্বতন্ত্র নির্বাচন করেছেন।



চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০১৯-২১ মেয়াদে ১৮টি পদের জন্য ২৭ জন প্রার্থী নির্বাচন কররছেন। এবার নির্বাচনে ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন ভোটার।



এক নজরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে (২০১৯-২১) প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা:



সভাপতি: ( টি)



মিশা সওদাগর (২২৭) নির্বাচিত



মৌসুমী (১২৫)



সহ-সভাপতি: ( টি)



মনোয়ার হোসেন ডিপজল (৩১১) নির্বাচিত



মাসুম পারভেজ রুবেল (২৯৩) নির্বাচিত



নানা শাহ্ (৯৮)



সাধারণ সম্পাদক: ( টি)



জায়েদ খান (২৮৪) নির্বাচিত



ইলিয়াস কোবরা (৬৮)



সহ সাধারণ সম্পাদক: ( টি)



সাংকু পাঞ্জা (৭১)



আরমান (২৮১) নির্বাচিত



আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ( টি)



নূর মোহাম্মদ খালেদ আহমেদ ( ১০৫)



মামনুন হাসান ইমন (২৪৭) নির্বাচিত



সংস্কৃতি ক্রীড়া সম্পাদক: (১টি)



জাকির হোসেন (২৩০) নির্বাচিত



ডন (১২২)



কার্যকরী পরিষদ সদস্য: (১১ টি)



. অঞ্জনা সুলতানা ( ৩২৪) নির্বাচিত



. অরুণা বিশ্বাস (৩১৫) নির্বাচিত



. আলীরাজ (৩৩৬) নির্বাচিত



. আফজাল শরীফ (২৯৩) নির্বাচিত



. আসিফ ইকবাল (৩১৪) নির্বাচিত



. আলেক জান্ডার বো (৩৩৭) নির্বাচিত



. জেসমিন (৩০৯) নির্বাচিত



. জয় চৌধুরী (৩০৩) নির্বাচিত



০৯. নাসরিন(১৮১)



১০. বাপ্পারাজ (৩০১) নির্বাচিত



১১. মারুফ আকিব (২৭৩) নির্বাচিত



১২. রোজিনা (৩২০) নির্বাচিত



১৩  রঞ্জিতা (১২১)



১৪  শামীম খান (চিকন আলী) (২০৩)


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top