ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা দিল ইরান


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২০ ২৩:২৫

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ০৯:০৭

 

প্রভাত ফেরী: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হেনজেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনের বেসামরিক লোকজনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন হামলায় ভূমিকা রাখার অভিযোগে তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন সরকার ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা জারি করার একদিন পরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা নিল।

ইরানের মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের নিরীহ মানুষের ওপর গণহত্যা, সৌদি জোটকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা, ইয়েমেনের ওপর অমানবিক অবরোধ আরোপ করে রাখা, দেশটিকে কয়েক খণ্ডে বিভক্ত করার প্রচেষ্টা, রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধানে বাধা দেয়াসহ আরও কিছু অপরাধে ভূমিকা রাখায় হেনজেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আগে মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ইয়েরলুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top