নিউজিল্যান্ডে দেশব্যাপী লকডাউন : মু: মাহবুবুর রহমান
 প্রকাশিত: 
 ১৯ আগস্ট ২০২১ ১৭:৫২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:২৪
কমিনিউটি লেভেলে যাতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। মঙ্গলবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে সপ্তাহব্যাপী লকডাউন জারি করা হলেও সারা দেশে তিন দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়েছে।
নিউজিল্যান্ডে প্রায় ১৭০ দিন পর এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী লকডাউন জারি করা হলো। অকল্যান্ডে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
বিশ্বব্যাপী করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক প্রাদুর্ভাবে ফের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় ওই ভ্যারিয়েন্টের বিস্তার রুখতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে। নিউজিল্যান্ডও একজন আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে লকডাউনের সিদ্ধান্ত নিলো।
সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন জানান, ‘আমরা অন্যান্য দেশে দেখেছি, বিশেষ করে সিডনিতে যে, বাড়ির বাইরে অপ্রয়োজনীয় ঘোরাফেরার কারণে করোনার গোষ্ঠী সংক্রমণ বেড়ে গেছে’। আর তাই প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
গত ছয় মাস ধরে নিউজিল্যান্ড করোনামুক্ত। প্রায় ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।
মু: মাহবুবুর রহমান
 নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক
বিষয়: মু: মাহবুবুর রহমান

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: