গাজায় ভয়াবহ অভিযানের প্রস্তুতি
২৪ ঘণ্টায় বাসিন্দাদের সরে যেতে সময় দিলো ইসরায়েল
 প্রকাশিত: 
 ১৩ অক্টোবর ২০২৩ ১২:৫৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১২:৩২
                                
উত্তর গাজায় বসবাসকারী ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। তাদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে স্থলপথে বড় অভিযান শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, এত কম সময়ে লাখ লাখ মানুষের সরে যাওয়াটা অসম্ভব। এতে বিপর্যকর পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে ইসরায়েলের এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না হামাস। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই বার্তা প্রোপাগান্ডার অংশ।
বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় যদি বোমা হামলা অব্যাহত থাকে তাহলে অন্যান্য ফ্রন্টেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১১ জন স্বাস্থ্যকর্মী গাজায় নিহত হয়েছে।
ইসরায়েল প্রতিশোধ হিসেবে বিমান হামলা শুরু করার পর থেকে গাজায় এ পর্যন্ত ১৪০০ মানুষ নিহত হয়েছে। আরও তিন লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
শনিবার ইসরায়েলে হামাসের আক্রমণের পর নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: