হামাস বন্দীদের তালিকা না দিলে গাজায় যুদ্ধবিরতিতে বাঁধা দেবেন নেতানিয়াহু
প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫ ১৩:২২
আপডেট:
১৯ জানুয়ারী ২০২৫ ১৩:২২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় নির্ধারিত যুদ্ধবিরতি শুরুতে শর্ত আরোপ করেছেন। তার কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ৮:৩০টায় কার্যকর হওয়ার কথা থাকলেও, হামাস মুক্তিপ্রাপ্ত বন্দীদের নামের তালিকা সরবরাহ না করা পর্যন্ত এটি শুরু হবে না।
রোববার এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী আইডিএফকে নির্দেশ দিয়েছেন যে তালিকা হাতে না আসা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করা যাবে না।
এদিকে, হামাস জানিয়েছে যে 'কারিগরি কারণে' নামের তালিকা সরবরাহে দেরি হয়েছে। তবে তারা গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে জানায়।
আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক স্টেফানি ডেকার মন্তব্য করেন যে, হামাস ও ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ এতটাই বেশি যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হওয়া থেকে বিরত রাখা কঠিন হবে।
তিনি আরও বলেন, 'যদি হামাস এখনও তালিকা সরবরাহ না করে থাকে, তবে কাতার এই বিষয়ে হামাসের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে। তবে হামাস পুনর্বার জানিয়েছে যে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তালিকা দ্রুত সরবরাহ করা হবে।'
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: