কানাডায় একটি ভারতীয় রেস্টুরেন্টে বিস্ফোরণ: আহত ১৫
 প্রকাশিত: 
 ২৫ মে ২০১৮ ১১:১৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৩:৪৭
                                কানাডার টরেন্টোতে ভারতীয় এক রেস্টুরেন্টে বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশ্কাজনক বলে জানা গেছে। টরেন্টোর বোম্বে বেল রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কি কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো উদ্ঘানট করতে পারেনি পুলিশ। এর আগে গত মাসে টরেন্টোতে একটি ভ্যান বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন।
এদিকে ঘটনার পরপরই পুলিশ রেস্টুরেন্টটি সিলগালা করে দিয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই রেস্টুরেন্টটি আর খোলা হবে না বলে জানিয়েছে পুলিশ। হামলার পরপরই পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন দুই আসামীর ভিডিও প্রকাশ করেছে। আশঙ্কা করা হচ্ছে, ওই দুই ব্যক্তি রেস্টুরেন্টের ভেতরে কোনো ইলেকট্রনিক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: