সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


১২ ডিসেম্বর ব্রিটেনে আগাম সাধারণ নির্বাচন


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০১৯ ০০:২৫

আপডেট:
১১ মে ২০২৪ ২২:২২

১২ ডিসেম্বর ব্রিটেনে আগাম সাধারণ নির্বাচন

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিট নিয়ে অচলাবস্থার মধ্যেই পার্লামেন্টে কয়েক মাস ধরেই আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অবশেষে মঙ্গলবার পার্লামেন্টে ভোটে নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছেন ব্রিটিশ এমপিরা। আগামী ১২ ডিসেম্বর ব্রিটেনের আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার (২৯ অক্টোবর) হাউজ অব কমন্সের সামনে উত্থাপিত আগাম নির্বাচনের প্রস্তাবটি ৪৩৮-২০ ভোটে পাস হয়েছে। ১৯২৩ সালের পর থেকে যুক্তরাজ্যে এই প্রথম এরকম একটি আগাম নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে।



দীর্ঘ টানাপড়েন আর অনিশ্চয়তার পর সম্প্রতি ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইইউ-জনসন সমঝোতা হলেও ব্রিটিশ পার্লামেন্টে তা অনুমোদন পায়নি। পার্লামেন্ট প্রস্তাবিত খসড়া নিয়ে আলোচনার পক্ষে অবস্থান নিলেও জনসনের পক্ষ থেকে আলোচনা তিন দিনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়ার যে প্রস্তাব তোলা হয়,তা ৩২২-২০৮ ভোটে নাকচ হয়ে যায়।



ফলে জনসনকে তাকিয়ে থাকতে হয় ইইউর পরবর্তী পদক্ষেপের দিকে। সোমবার ইইউ-এর পক্ষ থেকে ব্রেক্সিট কার্যকরের পূর্বনির্ধারিত সূচি ৩১ অক্টোবর থেকে মাস বাড়িয়ে ২০২০ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের ওই প্রস্তাবে সোমবার আনুষ্ঠানিকভাবে সম্মতি জানান বরিস জনসন। এর আগে কয়েকবার পার্লামেন্টে  আগাম নির্বাচনের প্রস্তাব উত্থাপন করলে আইন প্রণেতারা তা প্রত্যাখ্যান করেন। অবশেষে মঙ্গলবার ব্রিটিশ এমপিরা এই প্রস্তাবে সম্মতি দিলেন।



তবে এই বিলটি লর্ড সভায় অনুমোদন হতে হবে এবং চলতি সপ্তাহের শেষের দিকেই এটি আইনে পরিণত হতে পারে। যদি তাই ঘটে তবে নির্বাচনী প্রচারণার জন্য মাত্র পাঁচ সপ্তাহ বাকি থাকবে। প্রধানমন্ত্রী জনসন বলেছেন, ব্রেক্সিট এবং দেশের ভবিষ্যতের বিষয়ে দেশের জনগণকে অবশ্যই মতামত দিতে হবে।



বরিস জনসন আশা প্রকাশ করেছেন যে, বেক্সিট চুক্তি এবং বর্তমান পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে তাকে নতুন দিক নির্দেশনা দেবে এই নির্বাচন। ব্রেক্সিটের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে যুক্তরাজ্য।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top