সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


গণবিক্ষোভের মুখে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০১৯ ০১:২৪

আপডেট:
১১ মে ২০২৪ ১৫:০৭

গণবিক্ষোভের মুখে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: উত্তাল গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে সাদ হারিরি বলেন, দেশে অচলাবস্থা দেখা দিয়েছে। অবস্থায় রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা।



দুর্নীতি, করবৃদ্ধি রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গত দু সপ্তাহ ধরে লেবাননে আন্দোলন চলছে। হারিরির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চলমান বিক্ষোভ-অসন্তোষের ফসল।



সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, নিম্নমানের জনসেবা এবং বছরের পর বছর ধরে অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রায় ১৩ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন বিক্ষোভকারীরা। সরকারের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার রাতে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি।



তিনবারের প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের সরকার ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন। চলতি কয়েক মাস ধরে লেবাননে অর্থনীতির অবনমন, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। গত ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপের ফোন কলে কর আরোপ নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করা হলে আন্দোলন শুরু হয়। পরে তা সারাদেশে গণবিক্ষোভে রূপ নেয়।



সাদ হারির লেবাননের রাজনীতিতে সৌদি সমর্থিত রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তবে জোট সরকার গঠনের তাগিদে তার সরকারের শরিক হয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ- সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে এক পর্যায়ে হারিরি- প্রতি ক্ষুব্ধ হয় রিয়াদ। ২০১৭ সালে নিজ দেশে ডেকে নিয়ে বিমানবন্দরেই তাকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। কেড়ে নেওয়া হয় তার ব্যবহৃত মোবাইল ফোন। সৌদিতে আটক অবস্থাতেই পদত্যাগের ঘোষণা দেন হারিরি।



তবে রিয়াদ যে তাকে বলপূর্বক পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করেছে; এটি স্পষ্ট হয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। এক পর্যায়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ- তৎপরতায় মুক্ত হন হারিরি। ম্যাক্রোঁ নিজে সৌদি সফরে গিয়ে হারিরি- লেবাননে ফেরার ব্যবস্থা করেন। রিয়াদ তাকে বলপূর্বক পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করায় সেটি কার্যকর হবে না বলে জানিয়ে দেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top