সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


পাকিস্তানে ট্রেনে সিলিন্ডার বিষ্পোরণ: নিহত ৬২


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০১৯ ২৩:৩৫

আপডেট:
১২ মে ২০২৪ ০৫:৪২

পাকিস্তানে ট্রেনে সিলিন্ডার বিষ্পোরণ: নিহত ৬২

প্রভাত ফেরী ডেস্ক:  পাকিস্তানের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনে বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে বেশিরভাগ মৃত্যুই ঘটেছে প্রাণে বাঁচতে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে। পুলিশ জানায়, ট্রেনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত।



অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েছেন। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে।



লিয়াকাতপুর শহরের কাছে তেজগাম এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত বা দগ্ধ হয়েছে।



রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টিভিকে জানিয়েছেন, ট্রেনের মধ্যে রান্নার সময় দুটি চুলায় বিস্ফোরণ হয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।



মন্ত্রী বলেন, দীর্ঘ ভ্রমণের সময় খাবার রান্না করার জন্য মানুষজন ট্রেনে রান্নার স্টোভ নিয়ে উঠে পড়েন, এটা পাকিস্তানের একটি সাধারণ সমস্যা।



উদ্ধার কর্মীদের প্রধান বাকির হোসেন বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ইতিমধ্যেই এই আগুনে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।



এর আগে গত জুলাইয়ে আরও একটি দুর্ঘটনায় ১১ জন এবং গত সেপ্টেম্বরে অপর একটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। এছাড়া ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে দু'টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top