রাস্তার মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৯:২৯

আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৯:১১

রাস্তার মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি

দিনদুপুরে রাস্তা দিয়ে চলাচল করছে পথিক। হঠাৎ পাশের একটি তিনতলা বাড়ি দড়াম করে ভেঙে পড়ল রাস্তার ওপর। শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। এ ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।



ভিডিওতে দেখা যায়, বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। আচমকা সেটি হুড়মুড়িয়ে রাস্তার ওপর ভেঙে পড়ল। কিন্তু এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও।



জানা গেছে, রাস্তা সম্প্রসারণের কাজের জন্য বাড়ির একাংশ ভেঙে দেয়া হবে- এ নোটিশ বাড়ির মালিককে আগে দেয়া হয়েছিল। রাস্তার পাশেও ওই তিনতলা বাড়িটির বাসিন্দারা নোটিশ পেয়েই সরে যায়। তাই বড় ধরনের কোনো বিপদ হয়নি।



এক প্রত্যক্ষদর্শী জানান, দেখতে দেখতেই খেলনার মতো ভেঙে পড়ল গোটা বাড়িটা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। কীভাবে ভেঙে পড়ল বাড়িটা- তা খতিয়ে দেখছে প্রশাসন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top