পুজোর ফ্যাশান : অনিন্দ্য ঘোষ
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২০ ২৩:০৮
আপডেট:
১৩ জানুয়ারী ২০২৫ ১৯:৪৫
নীল আকাশে পেঁজা তুলোর মত মেঘ উঁকি দিচ্ছে সঙ্গে সোনালী শরৎ। দেবীর আগমনি বার্তা গুনগুন করছে সবার মনে। তবে এবারের দূর্গা পুজো একদম আলাদা। এবার ভয়ংকর করোনার ছোবোলে সারা পৃথিবী তটস্থ। আমরা সবাই একটা আতঙ্কে দিন কাটাচ্ছি। গৃহবন্দি অবস্থার মাঝে পড়ে আমরা অসহায় বোধ করছি। সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছে। তাও বাঙালির দূর্গা পুজোর আমেজ আলাদা, আনন্দ আলাদা। মা আসছেন আমাদের মাঝে, যে পরিস্হিতিতেই হোক, তা সব সময়েই আনন্দের। আমাদের বিশ্বাস মা এসে সব দুঃখ, দুর্দশা, কষ্টের অবসান ঘটাবেন। পৃথিবী আবার আগের মত সুন্দর হয়ে উঠবে। আবার আনন্দের আতিশয্যে গা ভাসাবো আমরা। মা আমাদের মাঝে আসলেই সব কিছু আবার আগের মত হয়ে উঠবে।
যতই করোনা আমাদের ভয় দেখাক, পূজোর আনন্দে আমরা মাতবোই, তবে দূরত্ব বজায় রেখে। বাঙালির দূর্গা পুজো আসছে, আর শপিং, ফ্যাশান, খাওয়াদাওয়া থাকবে না, এ হতে পারে না।
তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে চারদিনের ফ্যাশান:
সপ্তমী:
সপ্তমী মানেই বন্ধুদের সাথে বেরোনো, আড্ডা, তাই ক্যাজুয়াল কিছু হলেই ভাল হয়। মেয়েরা পরতে পারেন ডেনিমের ওয়ান পিস শর্ট ড্রেস। সঙ্গে কম হিলের জুতো। চুল খোলা রেখে একটা হেয়ার ব্যান্ড লাগালে ট্রেন্ডি লাগবে। হালকা শেডের লিপস্টিক, চোখে আই লাইনার। ছেলেরা পরতে পারেন ট্রেন্ডি টি-শার্ট ও চিনোজ, পায়ে থাকুক স্নিকার্স। বাজারে এখন প্রচুর ট্রেন্ডি টি-শার্ট পাওয়া যায়।
অষ্টমী:
অষ্টমী মানেই পুজোর আসল ফ্যাশান শুরু। অষ্টমীতে মেয়েদের শাড়ি পরলেই বেশী মোহময়ী লাগে। জমকালো শাড়ি সঙ্গে ডিজাইনার ব্লাউজ পরলে দারুন লাগবে। ট্র্যাডিশনাল গয়না, নাকে নথ, গাঢ় শেডের লিপস্টিক, চোখে আই লাইনার আর কপালে টিপ পরলে ফাটাফাটি লাগবে। পায়ে থাকুক কোলাপুরী। ছেলেরা পরতে পারেন এথ্নিক ডিজাইনার পাঞ্জাবি সঙ্গে ধুতি প্যান্ট, পায়ে নাগরাই জুতো।
নবমী:
নবমী মানেই ইন্দো-ওয়েস্টার্ন সাজ। নবমীর নিশি সব সময়েই নেশাতুর। আমরা সবাই চাই নবমী নিশি যেন শেষ না হয়। মেয়েরা পরুক ওয়েস্টার্ন লেহেঙ্গার সাথে ওয়ান শোল্ডার অফ্ টপ। সঙ্গে স্মোকি আইজ, গাঢ় লিপস্টিক। হালকা আমেরিকান ডায়মন্ডের ইয়ার রিঙ ও গলায় থাক পেন্ডেন্ট। পায়ে থাকুক স্টিলেটো। ছেলেরা পরুক ট্রেন্ডি ফ্যাশানেবল ডিজাইনার সাইড ওপেন পাঞ্জাবি এবং ক্যাজুয়াল প্যান্ট। পায়ে থাকুক লো ক্যানভাস স্যু।
দশমী:
দশমী মানেই মায়ের যাবার পালা। আবার এক বছরের অপেক্ষা। দশমী মানেই লাল, সিন্দুর খেলা, মায়ের কাছে প্রার্থনা। মেয়েরা পরুক লাল কাঞ্জিভরম শাড়ি, সবুজ ডিজাইনার ব্লাউজ। সঙ্গে লাল লিপস্টিক, লাল টিপ, চোখে কাজল। ভারী কানের দুল, গলায় ভারী হার। খোঁপায় থাকুক জুঁই-এর মালা। পায়ে থাকুক জরির জুতো। ছেলেরা পরুক গোল্ডেন বা হলুদ সুতো বা জরির কাজ করা লাল পাঞ্জাবি সঙ্গে গোল্ডেন ধোতি প্যান্ট বা গোল্ডেন কাঁচি ধুতি। আর পায়ে থাকুক জরির কাজ করা নাগরাই বা কোলাপুরী জুতো।
ফোটোগ্রাফার: অঞ্জলি রায়
মডেল: সপ্তমী: সানা, ইসরারুল
অষ্টমী: সৌমিতা, ইসরারুল
নবমী: সৌমিতা, ইসরারুল
দশমী: মৌসুমী, অঞ্জন
মেকআপ: শর্মিষ্ঠা পাল বসাক, সৌরভ দাস
কস্টিউম: ইরানি মিত্র,
স্মার্ট বাজার, তাঁত ঘর
বিষয়: অনিন্দ্য ঘোষ
আপনার মূল্যবান মতামত দিন: