এক জেনারেলের গল্প! : আহসান হাবীব
 প্রকাশিত: 
 ৫ মে ২০২০ ২০:৪০
 আপডেট:
 ২১ জুন ২০২১ ২০:৫৮
                                
বহু বছর আগে এক দেশে ছিল এক জেনারেল, কোন যুদ্ধেই সে জয়ী হতে পারত না। সব যুদ্ধেই শুধু হারতো। সেই দেশের রাজা জেনারেলের উপর বিশেষ বিরক্ত। একদিন রাজা জেনারেলকে ডেকে নিয়ে বললেন, “ওহে জেনারেল তোমাকে দিয়ে চলবে না, আমি অন্য জেনারেলকে দায়িত্ব দিব ভাবছি।”
- তা দিন, তবে আমাকে আরেকটা সুযোগ দেয়া হোক।
- বেশ তবে এটাই শেষ
জেনারেল ফের এক জাহাজ নিয়ে রওনা হলেন। খুব বেশী সৈন্য অবশ্য তার সাথে গেল না। কারণ হারু জেনারেল বলে তার কমান্ডে যুদ্ধে যেতে কাউকেই খুব বেশী উৎসাহিত হতে দেখা গেল না। কিন্তু কিছু সৈন্য তার সাথে গেল। কারন তারা পছন্দ করতো এই পাগলা জেনারেলকে।
জেনারেল জাহাজ নিয়ে এক দ্বীপে এসে হাজির হলেন। এই দ্বীপে থাকে এক অত্যাচারী রাজা। তাকে যুদ্ধে পরাজিত করতে হবে। কিন্ত সৈন্যরা খোঁজ খবর নিয়ে জানল, এই রাজার বিরাট সৈন্য বাহিনী। এর সাথে পারা যাবে না। এই যুদ্ধে জয়ী হওয়া অসম্ভব! জেনারেল শুনলেন, তারপর শান্ত স্বরে এক বিখ্যাত উক্তি করলেন-
“ Burn the ship, win the war!”
আমাদের জাহাজটা জ্বালিয়ে দাও, তারপর যুদ্ধে জয়ী হও...
অর্থাৎ সৈন্যরা যে একটি মাত্র জাহাজে এসেছে তা জ্বালিয়ে দিলে যুদ্ধে হেরে গেলেও তারা নিজ ভূমিতে আর কখনো ফিরে যেতে পারবে না। বাঁচতে হলে তাদের এখানেই যুদ্ধে জয়ী হতে হবে... যেকোন মূল্যে!
বলাই বাহুল্য, জেনারেল সেই অসম্ভব যুদ্ধে জয়ী হয়েছিলেন।
আমাদের দেশের ডাক্তাররা সব এখন সেই পাগলা জেনারেল!

আমাদের নার্সরাও সব এখন পাগলা জেনারেল।
আমাদের স্বাস্থ্যকর্মীরাও সব এখন পাগলা জেনারেল। এই অসম্ভব যুদ্ধে আমাদের জিততেই হবে।  
মহান বয়োবৃদ্ধ বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, তার শেষ বন্দি জীবনে এক রকম কোয়ারেন্টাইনেই ছিলেন। সেই সময় তিনি একবার বলে ছিলেন “এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই... সব সম্ভবই আসলে অসম্ভবের ছদ্মবেশ ধরে থাকে...।”
কি সুন্দর কথা!
বিষয়: আহসান হাবীব

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: