সিডনী মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

সিদ্ধার্থ সিংহের দু’টি ঝলক-গল্প


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৫

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৮:০৭

ছবিঃ সিদ্ধার্থ সিংহ

 

তা হলে?

রাত দশটা নাগাদ সাজুগুজু করে বেরোবার জন্য বর দরজা খুলতে যেতেই বউ বলল, ছেলেরা দশটা প্রেম করলে দোষ নেই। কিন্তু মেয়েরা দশটা প্রেম করলেই যত কেচ্ছা, না? কেন?
বর ঘাড় ঘুরিয়ে বলল, একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা যায় তখন তাকে কী বলে?
বউ বলল, মাস্টার-কি।
--- আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয়, তখন তাকে কী বলে?
বউ বলল, খারাপ তালা।
ভুরু নাচিয়ে বর বলল, তা হলে?

--------------------------------

নির্বাচন

বউ তার বরের সামনে এসে বলল, বিয়ের আগে তুমি তো আমাকে আই লাভ ইউ, আই লাভ ইউ বলে কান ঝালাপালা করে দিতে। কই, এখন তো আর আই লাভ ইউ বলো না। ব্যাপারটা কী?
বর ছোট্ট করে শুধু বলল, নির্বাচন শেষ, তাই প্রচারও শেষ।

 

সিদ্ধার্থ সিংহ
কলকাতা 

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top