ফাঁসি হোক আমাদেরই : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৩ ২১:০১
আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৯:০৪
ফিরে আসার প্রতিশ্রুতি ভঙ্গ করে
দুমড়ে মুচড়ে পড়ে থাকবো রাজপথে।
আগুনে ঝলসে ঝলসে
কয়লা হবো,
গগন বিদীর্ণ চিৎকার ঢাকা পড়বে
আগুনের লেলিহান শিখায়।
ধর্ষিত দেহে উল্লাসে মাতবে
হিংস্র, দাঁতাল হায়নার দল।
অনাহার, অর্ধাহার, অপুষ্টি
ধুকে ধুকে নিঃশেষ করবে
রোগ বালাই নিয়ে ঘুরবো
হাসপাতাল থেকে হাসপাতালে।
তবুও বিচার চাইবো না
বিচার চেয়ে গলার স্বর সপ্তমে উঠাবো না।
দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ, বাড়িভাড়া
শিক্ষা প্রতিষ্ঠানের বেতন
কোন ব্যাপারেই নেই অভিযোগ
নেই আফসোস, নেই দীর্ঘশ্বাস।
আমার পূর্বপুরুষের রক্তে কেনা স্বদেশে
কেন কেউ বিচার চায় না
কেন নেই হতাশা, অভিযোগ
কেন মৃত্যুতেও থাকে না হাহাকার
বরং সে কারণে আমাদের ফাঁসি হোক।
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: