বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদযাপন মালয়েশিয়ায়
 প্রকাশিত: 
 ৯ ডিসেম্বর ২০২১ ২২:৪২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:৩৪
                                
প্রভাত ফেরী: বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং ভারতীয় হাইকমিশন যৌথভাবে ৫০তম বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসের আয়োজন করে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) কুয়ালালামপুরের ফোর সিজন হোটেলের বলরুমে উভয় দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়ার বিশেষ দূত তান শ্রী ভিগনেস্মরণ এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হাজী আওয়ান বিন হাশিম, সংসদ সদস্য টেরেসা কোক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা এবং বাংলাদেশ ও ভারতের প্রবাসী নাগরিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত উভয় দেশের বন্ধুত্ব সম্পর্কের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, মৈত্রী দিবসের স্মারক উপহার, বাংলাদেশের মহান মুক্তি সংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনা।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার তার স্বাগত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির মুহূর্তে এ ৫০তম মৈত্রী দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা দু’দেশের সম্পর্কে নবমাত্রা ও নবোদ্যম যোগ করেছে।
শুধু স্বাধীনতা যুদ্ধে নয় দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনে এবং সার্বিক উন্নয়নে উভয় দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় আমরা বন্ধু ভারতকে স্মরণ করছি। এ ধরনের সুন্দর বন্ধুত্ব সবসময় অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়: প্রবাস সংবাদ

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: