সিডনী মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


মালয়েশিয়ায় বাংলাদেশিকে জরিমানা ৯ লাখ


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪ ০৮:১৯

আপডেট:
১২ অক্টোবর ২০২৪ ০৮:২০

ছবি: সংগ্রহ

 

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) একজন কর্মকর্তাকে ঘুস দেওয়ার অপরাধে শাজাহান আলী রেজাউল (৩৭) নামে এক বাংলাদেশিকে জেল ও জরিমানা করেছেন দেশটির আদালত।

শাজাহান আলী রেজাউল নাসি কান্দার (স্থানীয় খাবার) রেস্টুরেন্ট ব্যবসায়ী। শুক্রবার (অক্টোবর) দেশটির পেরাকের ইপোহ দায়রা আদালত তাকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানার আদেশ দেন। যা বাংলাদেশি টাকার প্রায় ৯ লাখ টাকা। জরিমানা দিতে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯-এর ধারা ৪০(১)(এ) এর অধীনে মালয়েশিয়া সরকারকে ঘুসের অর্থ হিসেবে দেয় সেই ১০ হাজার রিঙ্গিতও বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযোগ থেকে জানা যায়, শাজাহান আলী রেজাউল গত ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্স, পারস্যারান মেরু উতামার পেরাক জিআইএম অফিসে ইমিগ্রেশন অফিসারকে ১০ হাজার রিঙ্গিত নগদ ঘুস দিয়েছে। অর্থের বিনিময়ে ইমিগ্রেশন অফিসার যেন তার অধীনস্থ ১৩ জন শ্রমিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেন। এসময় ঘুস দেওয়ার অপরাধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের এক অফিসার তাকে গ্রেফতার করে।

যেখানে তারা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) ধারা অনুযায়ী অপরাধ করেছে। এ অপরাধের জন্য, অভিযুক্ত বাংলাদেশিকে দেশটির দণ্ডবিধির ২১৪ ধারার অধীনে অভিযুক্ত করা হয়, যাতে জরিমানাসহ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 


বিষয়: জরিমানা


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top