বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২০ ২৩:১৬

আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১৯:৪২

 

প্রভাত ফেরী: বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৫১তম সীমান্ত সম্মেলনে শুরু হয়েছে। এতে দুই বাহিনীর প্রধান নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার বিকাল ৩টায় আসামের রাজধানী গুয়াহাটিতে দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন শুরু হয় বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সকালে সীমান্ত সম্মেলনে যোগ দিতে মহাপরিচালকের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল ভারতে পোঁছায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরিফুল ইসলাম জানান, সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করে।

সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান। এরপর বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধি দল বিএসএফের হেলিকপ্টারে করে গুয়াহাটিতে পৌঁছায়। সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান।

সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর যৌথ আলোচনার দলিল (জেআরডি) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top