আসছে সারা দেশে কঠোর লকডাউন
 প্রকাশিত: 
 ১০ এপ্রিল ২০২১ ১৮:২৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:৪১
                                
প্রভাত ফেরী: দেশে সাত দিনের জন্য কঠোর লকডাউন আসছে যা চলবে আগামী ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। এ সময়ে জরুরি সেবা ছাড়া সবধরনের সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিল্পকারখানা, মার্কেট-দোকানপাট, যানবাহনসহ সবকিছু বন্ধ রাখার চিন্তা করা হয়েছে।
করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় এবং স্বাস্থ্যবিধির প্রতি জনগণের অবহেলা ও উদাসীনতার কারণে সর্বাত্মক লকডাউনের পরিকল্পনা করেছে সরকার। ১৩ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যবিধি মানতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বেশকিছু বিধিনিষেধ সাত দিনের জন্য আরোপ করেছে সরকার।
বিধিনিষেধ আরও শক্তভাবে অনুসরণের প্রয়োজনীয়তা উল্লেখ করে অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বিশেষ করে সিটি করপোরেশন ও মিউনিসিপ্যালিটি এলাকায় পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করা হয় কমিটির পক্ষ থেকে। এমন সুপারিশের পরিপ্রেক্ষিতেই সরকার এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হবে। এই সময়ে সরকারি-বেসরকারি অফিস-আদালত সব বন্ধ থাকবে।
বিষয়: লকডাউন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: