লাইফ সাপোর্টে কবি হাবীবুল্লাহ সিরাজী
প্রকাশিত:
১ মে ২০২১ ২০:৩৭
আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১১:৪০

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) চিকিৎসাধীন রয়েছেন।
বাংলা একাডেমি সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। একুশে বইমেলা চলাকালীন এপ্রিলের প্রথম সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে যান। সোমবার (২৬ এপ্রিল) অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে বাংলা একাডেমির মহাপরিচালক হন কবি হাবীবুল্লাহ সিরাজী৷ আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা রাখা হাবিবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান৷ তিনি প্রভাতফেরী পত্রিকার একজন অন্যতম উপদেষ্টা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: