দখলমুক্ত করতে ফুটপাতে অভিযান
প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২২ ২১:৩০
আপডেট:
২৪ জানুয়ারী ২০২৬ ০৩:২১
প্রভাত ফেরী: ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১১ জানুয়ারি) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০টি মামলায় এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান (অঞ্চল-২), মো. আবেদ আলী (অঞ্চল-৪) ও সাজিয়া আফরীন (অঞ্চল-৬) মিরপুর ও উত্তরা অঞ্চলে এই অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্থানীয় সরকার আইনে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।
এসময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান রহমান উপস্থিত ছিলেন।
বিষয়: ফুটপাত দখল অভিযান

আপনার মূল্যবান মতামত দিন: