বাংলা একাডেমির নতুন সভাপতি সেলিনা হোসেন
প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৫৪
আপডেট:
৮ আগস্ট ২০২৫ ১৯:০৫
বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
‘বাংলা একাডেমি আইন, ২০১৩’-এর ধারা-৬ (১) এবং ৬ (৩) ধারা অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেনকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: