করোনায় ফের মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১০২
প্রকাশিত:
২৬ মার্চ ২০২২ ০৩:১৮
আপডেট:
৮ আগস্ট ২০২৫ ১৬:১১
দেশে গত ২৪ ঘণ্টায় ১০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে উন্নীত। শনাক্তের হার এক দশমিক শূন্য তিন শতাংশ। আশার খবর হলো, ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই অপরিবর্তিত আছে।
শুক্রবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবারও করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: