সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


দেশে করোনায় মৃত্যু বেড়েছে এবং কমেছে শনাক্ত


প্রকাশিত:
২ জুলাই ২০২২ ১৮:৪২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৪:১৩

 


দেশে করোনায় মৃত্যু বেড়েছে এবং কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়। শুক্রবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার টেষ্টের ছবি। আব্দুল গনি।করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি: আব্দুল গনি

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৫৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top