বরিশালের জনসভায় শেখ হাসিনা
 প্রকাশিত: 
 ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:১৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৬:২৫
 
                                
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বরিশালে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে লোক আসছে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে। পোস্টার-ব্যানারসহ নৌকা মার্কার প্রচারের বিভিন্ন উপকরণ নিয়ে নানা রঙের পোশাকে বর্ণিল মিছিল নিয়ে তারা হাজির হচ্ছেন নগরীর বিখ্যাত এই উদ্যানে। নৌকা আর জয় বাংলা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি শুক্রবার দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে বিকাল পৌনে ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে জনসভাস্থলে যাবেন এবং সেখানে বক্তব্য দেবেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য মাঠে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোটা নগরীজুড়ে উৎসব বিরাজ করছে। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত।
বরিশালের এই জনসভা থেকে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনা থাকবে এতে।
বিষয়: শেখ হাসিনা জনসভা

 
                                                     
                                                     
                                                     
                                                    -2020-01-01-23-27-22.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: