২০২০ সালে সরকারি ছুটি ২২ দিন


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৯ ০৩:০২

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৬:০২

২০২০ সালে সরকারি ছুটি ২২ দিন

প্রভাত ফেরী ডেস্ক: ২০২০ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার।



আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২০ খ্রিস্টাব্দের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।



তিনি বলেন২০২০ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রি পরিষদ। এর মধ্যে সাধারণ ছুটি ১৪দিন। আর সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে দিন। সব মিলিয়ে মোট ২২ দিন। এর বাইরে মুসলমাদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক দিনহিন্দু ধর্মালম্বীদের দিন, খ্রিস্টানদের জন্য দিন এবং বৌদ্ধদের জন্য দিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মালম্বীদের জন্য দিন ঐচ্ছিক ছুটি থাকবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top