২১শে ফেব্রুয়ারীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী
 প্রকাশিত: 
 ১১ ফেব্রুয়ারি ২০২০ ১১:০২
 আপডেট:
 ১১ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৪
                                প্রভাত ফেরী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাশকতার কোনো হুমকি নেই বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তবে যেকোনো পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ন প্রস্তুত রয়েছে। দিবসটির নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সবচেয়ে বেশি সতর্ক থাকবে বলে এসময় উল্লেখ করেন তিনি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশের সব শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিশেষ নিরাপত্তা থাকবে এবং সিসিটিভির আওতায় আনা হবে। যারা শ্রদ্ধা জানাতে আসবে তাদের নিরাপত্তায় সমস্যা হবে না। বিদেশি মেহমান ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুষ্ঠু বিচারের স্বার্থে মামলা জট কমাতে আইনে কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন ছিল, সেটিই করা হয়েছে মাত্র। তবে আইনটি সংশোধনে যেটি নীতিগত অনুমোদন হয়েছে মতামতের জন্য তা আইন মন্ত্রণালয়ে আসবে, এরপর সংসদে যাবে। পরে সেটি সংসদীয় কমিটিতে গিয়ে আবার সংসদে আসবে। এরপর সংসদ পাস হলে তা কার্যকর হবে। দেশের বর্তমান কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ কয়েদি আছে। যারমধ্যে অনেকে অনেকদিন আদালতে মামলাজটের জন্য জামিন পাচ্ছে না। এটি সংশোধন হলে মামলা জট কমে আসবে বলে আমরা আশা করি।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: