এ বছরেই সারাদেশে শতভাগ বিদ্যুৎ
 প্রকাশিত: 
 ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:৪০
                                প্রভাত ফেরী: বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের সচিব ডক্টর সুলতান আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে বিদ্যুৎ বিভাগ ‘সেবা সপ্তাহ’ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি এলাকায় আলোকিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য।
রামপাল পাওয়ার প্লান্ট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার দুপুরে রামপাল উপজেলার সুন্দরবন মহিলা মহাবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ ব্যবহারে তোমাদের যত্নশীল হতে হবে। দেশের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তার মতে, রামপাল পাওয়ার প্লান্ট উৎপাদনে আসতে আরও কিছুটা সময় লাগলেও শতভাগ বিদ্যুতায়নে কোনোরূপ ঘাটতি হবে না।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক নরেশ আনন্দ। এ সময় অন্যদের মধ্যে সচিবের সহধর্মিণী, বিদ্যুৎ বিভাগের জয়েন্ট সেক্টেরি নুরুল আলম, উপসচিব নাজমুল আবেদীন, রামপাল পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এসসি পান্ডেসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেওয়া হয়। এর আগে মোংলার দিগরাজ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, পানির বোতল এবং ছাতা দেওয়া হয়।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: