বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪ জন : আইইডিসিআর
 প্রকাশিত: 
 ১৮ মার্চ ২০২০ ২২:৩৭
 আপডেট:
 ১৮ মার্চ ২০২০ ২২:৩৮
                                প্রভাত ফেরী: করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন মারা গেছেন। তার বয়স ৭০-এর বেশি। বিদেশ থেকে আসা একজনের দ্বারা তিনি সংক্রমিত হয়েছিলেন। তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকালে মহাখালীর আইইডিসিআরের অডিটোরিয়ামে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব কথা বলেন।
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ বুধবার (১৮ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।’
১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি। করোনা প্রতিরোধে সাবধানতার পাশাপাশি জনসমাবেশ বন্ধের আহ্বানও জানান আইইডিসিআরের এ পরিচালক। উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: