ভালবাসা হয়ে যায় পাথর : শওকত আলম


প্রকাশিত:
২৯ জুলাই ২০২০ ০১:০৩

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১৫:২১

 

এক দগ্ধ বেওয়ারিশ পাথর
বুকের ভিতরে ফুসফুস কলিজায়
গণগণে আগুন ধরিয়ে দেয়।

সে একা একা হেটে যায় নগ্ন পায়ে
সবুজ ভূখন্ড জলাভূমি পেরিয়ে
অপবিত্রতার কত বীজ বোনে।

পাহাড় পর্বত নীলজল ঝরণা ঘুরে
বাতাসের বুকে দীর্ঘ পাল তোলে
হাওয়া হয়ে ভালবাসা হয়ে যায়।

প্রেম হয়ে সুখ হয়ে অতঃপর
দেশ থেকে দেশে দেশে ঘোরে
এক রোখা বেওয়ারিশ পাথর।

 

ডা. শওকত আলম
কবি, খুলনা


বিষয়: শওকত আলম


আপনার মূল্যবান মতামত দিন:


Top