আপনার চেয়ে আপন যে জন : অমিতা মজুমদার
প্রকাশিত:
২৭ আগস্ট ২০২০ ২১:৩৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৮:০৪

সকাল টা আমার কাছে,
কেমন অন্য রকম হয়ে গেল।
নগর জীবনের ব্যস্ততায়,
সুর্য কখন ওঠে কখন অস্ত যায় তা অজানাই থেকে যায়।
গতানুগতিক নিয়মের হাত ধরেই
চলে জীবন।
কাজের ফাঁকে জানালা গলিয়ে,
চোখ আটকে গেল সূর্যের দিকে।
উজ্জ্বল কিরন ছড়িয়ে যেন বলছে,
তোমার কাছে তুমিই সবচেয়ে মূল্যবান়্।
অন্যকারো জন্য,
নিজেকে কষ্ট দেয়ার কোন দায় নেই তোমার।
যা কিছু বেদনার যা কিছু কষ্টের,
তাকে ঝেড়ে ফেলে দাও।
সামনের দিকে চলো।
যে বা যা তোমাকে কষ্ট দেবে,
সে বা তা কখনো তোমার হতে পারেনা।
না স্বার্থপরতা নয়,
নিজেকে ভালোবাসলে যে অন্যকেও ভালোবাসা যায়।
এই সার সত্যটুকু যেন জানিয়ে দিল,
আজকের ভোরের সূর্য, উজ্জ্বল আকাশ, ঝলমলে রৌদ্রভরা প্রকৃতি।
বিষয়: অমিতা মজুমদার
আপনার মূল্যবান মতামত দিন: