আমার শুভ্র শরৎ তোমাকে দিলাম : মাসুমা আলম বেবী


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৫

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ১৯:১০

মাসুমা আলম বেবী

 

আমার শুভ্রতা ও শরৎ তোমাকে দিলাম
স্বচ্ছ গাঢ় নীল আকাশ, আকাশে ভেসে বেড়ানো
পেজা তুলোর মতো মেঘের মিনার তোমাকে দিলাম
তুমি আসবে আমার আঙিনায়
শুভ্র শাড়ির আঁচলে বরণ করে নেব
পরম মমতায়, কাশফুলের মসৃনতায়।

রাতে ফোঁটা সুবাসিত শিউলির মত
ভোর হওয়া আলো আঁধারির খেলায়
তুমি মুখ লুকাবে আমার বুকের স্পন্দনে
আমি সিক্ত ঘাসের মত জড়িয়ে নেব
শরতের শিউলি আর ঘাসের ভালবাসায়।



আপনার মূল্যবান মতামত দিন:


Top