উইপোকা : অশোক অধিকারী


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২০ ২২:১৮

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৫:১৬

 

এসো উৎসব করি
করাতের বিহ্বলতা ছাপিয়ে যাচ্ছে
কর্ষণে উঠে আসছে যৌন ক্ষুর
স্টিচ করা নকশিকাঁথার বয়ন আমারই
ভোগ্যপণ্য উল্লাসে বৃদ্ধ পুঁজিবাদ
দখল হয়েছে ভেতরের জমাট অনুশীলন
এসো উৎসব করি
চোরাবালির ভিক্ষা নিয়ে ত্রাণের উপনিবেশ
অধিকার করে আছে ক্ষুধাবাদ 
বুকের ওপর রাত্রির সঞ্চয় খরা মরশুমে
দীক্ষা নেবে উন্নয়নশীল শাড়ি
কিভাবে লালারসের মাদকতায় 
গড়ে দেবে সুতোর বয়ন ।

 

অশোক অধিকারী
হাওড়া পশ্চিমবঙ্গ ভারত   



আপনার মূল্যবান মতামত দিন:


Top