শারদ শুভক্ষণ : পারভীন আকতার
প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২০ ২১:৫০
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৮:২৮

শারদ এসেছে দোলায় চড়ে
পড়ছে যে ঝুম বৃষ্টি,
আকাশ জুড়ে মায়া ঝরায়
কী যে অপরূপ সৃষ্টি।
তৃষ্ণায় কাতর পাখপাখালি
পানির মরিচীকায় ছুটি,
খোদার রহমত অপার অতি
মেঘপুঞ্জে সূর্য গেছে টুটি।
জগত জুড়ে সৃষ্টিকর্তা কেবল
শুধু যে মোদের একজনই,
নানা বর্ণ ধর্মে বিশ্বাসে ভিন্নরূপে
তাঁকেই খুঁজে দশজনই।
জাতিভেদে নানা উপসনায়
মত্ত থাকি প্রাণী কূল,
সন্ধ্যা সময় সিজদারত দেখি
পত্র পল্লব বৃক্ষ সমতুল।
শারদ এই ঝড়ের ঝাপটায়
শান্তিতে ভরেছে বুক,
চিন্তা করো সব মানুষেরে
দিচ্ছে খোদা সম সুখ।
মুসলিম,হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
তাঁর কাছে নেই ভেদাভেদ,
সবকিছু তাঁর সৃষ্টি অনুপমে
ঐক্য রেখেছেন অভেদ।
হিংসা বিবাদ ছেড়ে মানুষকেই
সবার উপরে আসন দাও,
মরণের পর বিদেহী আত্মা যাবে
তাঁরই কাছে চক্ষু মেলে চাও।
পারভীন আকতার,
শিক্ষক ও কবি
চট্টগ্রাম, বাংলাদেশ।
বিষয়: পারভীন আকতার
আপনার মূল্যবান মতামত দিন: