জীবন-এক দৃষ্টিতে (নেপালি কবিতা) : কবি মোহন ঠকুরী, মংপু (প.বঙ্গ)
প্রকাশিত:
২ নভেম্বর ২০২০ ২১:০৮
আপডেট:
২ আগস্ট ২০২৫ ২০:৫৪
কবি মোহন ঠকুরী, মংপু (প.বঙ্গ)
অনুবাদ-বিলোক শর্মা, ডুয়ার্স, (প.বঙ্গ)
কোলাহলগুলো থেকে বাঁচিয়ে কিছু
একান্তগুলোকে রেখে দিয়েছি
নিজেকে পরখ করতে
সময়ের দাঁড়িপাল্লায়।
অতীত রয়েছে/ নিতান্ত নির্লজ্জের মত
প্রেমের আবেশগুলোর/ বহুবার
অক্ষরগুলোতে প্রস্তুতি ও যবনিকাপতন,
বুদ্ধের নির্লিপ্ত চোখগুলোর মত
কোনোদিন হতে না পারা
বহু 'আমি'রা
কখনো মদের পেয়ালাগুলোতে
আলোড়িত হয়ে চলা একটি
উষ্ণ উণ্মাদ,
কখনো কারোর আলিঙ্গনের আশ্রয়ে
সিক্ত হওয়া থেকে
সতর্ক হয়ে থাকার
একটি নিষ্ফল প্রয়াস,
কখনো কারোর গভীর চোখগুলোর
সমুদ্রে ডুব দেওয়া এবং
উপরিতলে
আসতেই না চাওয়া মন।
আবার একটি ক্ষুদ্র বাতাস
দূরে প্রত্যন্তে/বয়:সন্ধিকালের হাতগুলো
নেড়ে চলার বিদার মুহূর্তে,
রাতের আধার কক্ষের মত
একা, নিতান্ত দিশার অভিমুখে
উন্মুখ বাধ্যতা আমি।
স্বয়ং সেরকমই
নিস্তব্ধের মত
বাঁচার প্রলোভনে/আলিঙ্গনবদ্ধ
মাত্র
জীবন-উন্মুখ গতিরকিছু পদক্ষেপগুলো।
শেষমেষ জীবন/একটি
চুক্তি
নিজের সঙ্গেই,
জীবন/একটি
হস্তাক্ষর,
নিজেরই এবং
নিজের সঙ্গেই।
(কবি মোহন ঠকুরী একজন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নেপালি কবি। এই কবিতাটি তার 'জীবন-ইউটা দৃষ্টিমা' কবিতার বঙ্গানুবাদ)
বিষয়: মোহন ঠকুরী বিলোক শর্মা
আপনার মূল্যবান মতামত দিন: