সিডনী রবিবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫, ৪ঠা ফাল্গুন ১৪৩১


উত্তুরে হাওয়া  : রওনক খান 


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২১ ২২:৩০

আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৫

 

মাঘের উষষী রয়েছে এলায়ে 
আকুল গাঁদার বনে। 
সে কি আর জানে ? 
কবোষ্ণ কোন দ্বিপ্রহরের মানে।

বিকেল হারায় গোধূলি আলোয়   
ম্লান রোদ মেখে গায়ে, 
শিশুতোষ বেলা 
 সূদুর গগনে মিলায়। 

ঘনীভূত সাঁঝে সন্ধাতারা অস্তরাগের সাথে
কানামাছি খেলা শেষে
আকাশের গায়ে পশ্চিমে মেলে ঠাঁই।

মাঘের উষষী পথ চেয়ে রয়
অযুত প্রহর গুণে
সে কি আর জানে? 
কুহেলি কাতর বিপন্ন কোন
 দীঘল রাতের মানে। 

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়: রওনক খান


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top