ঈদটা খুঁজে পাই : শ্রাবন্তী কাজী


প্রকাশিত:
১৩ মে ২০২১ ২১:১৫

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৫:২৯

ছবি: শ্রাবন্তী কাজী

 

ঈদটা খুঁজে পাই এক কাপ কফিতে
ঈদটা বেঁচে থাকুক তোমাদের হাসিতে,
সাম্যতাই সব কিছু বাকি সব নগন্য
ঈদটা শুধু হোক মানবতার জন্য।
ঈদটা খুঁজে পাই রহিমা বু’র চোখেতে
আনন্দও ঝরে পড়ুক, প্রতিমা দি’র শাঁখাতে
ঈদ, পুজা, বড়দিন আনন্দের মিছিল
ঘৃণা নয় ভালবাসা, এই হোক মঞ্জিল|

 

সবাইকে ঈদ মোবারক
শ্রাবন্তী কাজী, প্রধান সম্পাদক, প্রভাত ফেরী
সিডনি, অস্ট্রেলিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


Top