তিন গজ : মোখলেছা খাতুন
প্রকাশিত:
১৭ জুলাই ২০২১ ২২:১২
আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১৮:৩৫
ঈদের খুশী হারিয়ে গেছে
মৃত্যু নামক করোনার ছোবলে
ঘরে ঘরে বইছে অশ্রু বন্যা
মানুষ এখন বন্দী খাঁচার কবলে।
ভূলে গেছে সব আনন্দ উৎসব
নতুন জামা, জর্দা,পোলাও, কোর্মা
দুরে থাক-কৃষক শ্রমিকের
পেটে জুটছে না- দু-মুঠো ভাত।
থমকে গেছে শহর হাট বাজার
লকডাউন আর শাটডাউনের ফাঁদে
ঈদের চাঁদ লুকিয়েছে তার মুখ
ফুরায় না তার কষ্টের রাত।
হারিয়ে যাওয়া দিন ফিরবে কবে আর ?
মানুষ, পাগলপারা বাড়ছে দুর্নীতিবাজ
অক্সিজেনের অভাবে মরছে মানুষ হাজার হাজার
ঈদের দিনে ধনী গরীব হচ্ছেনা খুশীর মোলাকাত
মানুষ এখন করোনা ভয়ে থাকছে দুরে ”তিন গজ”।
মোখলেছা খাতুন
অবসর প্রাপ্ত উর্দ্বতন কর্মকর্তা
বাংলাদেশ বেতার, ঢাকা।
বিষয়: মোখলেছা খাতুন

আপনার মূল্যবান মতামত দিন: