ভ্রান্তি বিলাস : রওনক খান
প্রকাশিত:
২৯ জুলাই ২০২১ ২০:২০
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৯:১৮

করপুট উদভ্রান্ত এখন, কুড়োতে কুড়োতে ক্লান্ত,
যেটুকু সঞ্চয় তার, সবটাই পড়ে পাওয়া ধন।
যেখানে যা কিছু পাও, অঞ্জলি ভরে নিতে চাও।
রাঙতায় জড়ানো যত নকল সুখের ভারে
মুঠো তাই উপচে পড়ে।
অথচ কি নির্দ্বিধায় বিস্মৃত হলে!
আকাশ বলেছিল একদিন
এসো, তোমায় ভুলিয়ে দেব সমগ্র পরিতাপ,
আমার সীমাহীন নীলে।
কামিনীর গন্ধ মাখা হাওয়া
উড়িয়ে নিয়েছে যত
বিধুর হিয়ার ক্ষত।
নবীন রাত্রির গায়ে
খসে পড়া তারাদের সাথে
লুকোচুরি খেলবার ছলে
উঠোন ধোয়া জোৎস্নাতে
কেটে গেছে কত শত
বিনম্র ফাল্গুনী রাত।
বিভোর হয়েছো যত মেকি সুখ
আর কপট প্রাপ্তির সম্ভারে,
ক্ষুদ্র এ করপুটে তাই বিদ্রোহ জাগে,
আকাঙ্ক্ষার ইন্দ্রজালে অযাচিত
শ্রাবণের রিমঝিম, কোমল পূর্ণিমা,
অতুল মাঘের হিম।
নানাবিধ ইচ্ছের পীড়নে
পরাভূত,
সেইসব অনিরুদ্ধ আনন্দ।
বিষয়: রওনক খান
আপনার মূল্যবান মতামত দিন: