মন চল বনবীথিকায় : রওনক খান


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২১ ২১:৩৮

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৯:২২

ছবিঃ: রওনক খান

 

কত কিছু হারালে, চকমকি পাথরে ঠুকে আগুন জ্বালালে,
সে আগুনে পুড়ে অঙ্গার হলো
শ্যামল জলপাই বন।

কৌম জীবন গেল অতলে
হরিণী বৈরি হলো গোষ্ঠে তোমার, ভুলে গেলে ফসলের অধিকার
দিয়েছিলে দয়িতার আঁচলে বেঁধে।

একদার আশ্লেষে সৃষ্টি হত যে সুধা
পেশির পরাক্রমে সে সুধাও গরলে মিশে গেলো,
অরণ্যচারী মন, ভেসে গেলো নাগরিক প্রবল প্রলোভনে।

মিশে গেলো নিষাদ হৃদয়, কোন এক কঠিন হিমবাহে।
এখন তুমি অবিশ্রান্ত খোঁজ ব্যাথাহরা বিশল্যকরণী
প্রাচীন গুল্ম লতায়, ওরা তোমায় কেবলি ভুল পথ দেখায়।
প্রস্তরে ঠোকাঠুকি নয়, তীক্ষ্ণ ধাতব ফলায়
সজল নদীতে তাই রক্তের হোলিখেলা হয়।

আর কত হারাবে বলো?

গুহাবাসী মন, পুনরায় ফিরে যাও
নিটোল, হরিৎ বনবীথিকায়।।

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়: রওনক খান


আপনার মূল্যবান মতামত দিন:


Top