সংক্রমণ : অমিতা মজুমদার
প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২১ ০০:৫৩
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:২০

কিছু অশরীরী জীবাণুতে ছেয়ে গেছে চরাচর,
অহং, হিংসা, আর স্বার্থ তাদের নাম।
এদের সংক্রমন যখন জোরালো হয়,
সাথে আসে ব্যাভিচার, লোভ, শঠতা, পরশ্রীকাতরতা।
সম্মুখ সমরে পরাজিত বিবেক কিছুদিন করে অন্ধ আস্ফালন,
একসময় হাল ছেড়ে দিতে বাধ্য হয় করে আত্মসমর্পণ।
ঘাতক ব্যাধি ক্যানসার কিংবা পচনশীল কুষ্ঠ'র আক্রমণ প্রতিহত করা গেলেও,
অহং, হিংসা, স্বার্থপরতার সংক্রমণ ঠেকানোর অস্ত্র বুঝি এখনো তৈরি হয়নি।
তাইতো পৃথিবী ক্রমাগত হয়ে উঠছে,
মানুষরূপী সরীসৃপের চারণভূমি।
বিষয়: অমিতা মজুমদার
আপনার মূল্যবান মতামত দিন: