সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


যে'দিন স্বাধীনের জন্ম হলো : মাহবুবুল আলম


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ০১:৩৮

আপডেট:
২২ ডিসেম্বর ২০২১ ০১:৪৫

ছবিঃ মাহবুবুল আলম

 

সেদিন নানান উৎকন্ঠায় ছিলাম সারাটি দিন
একদিকে তোমার প্রসবযাতনা, অন্যদিকে
বিপুল উল্লাসের ঢেউ, ছূঁয়ে যেতে থাকে শেষ
বিকেলের রোদ, তখন সারা আকাশজুড়ে
ঝাঁকে ঝাঁকে নেমে এলো সাদা কবুতর,
সামিল হলো সাথে সবুজ-হলুদ টিয়ে
এবং নানান রঙ্গের কত যে পাখি।

আমি তখন আনন্দের আতিশয্যার
তীব্র উন্মাদনায়, বিজয় পতাকা হাতে
দৌড়ে যাচ্ছিলাম-হলুদ সর্ষেক্ষেতের আল
মাড়িয়ে, হার্ডেল ডিঙ্গানোর মতো করে;
এবং রুদ্রশ্বাসে ছুটে যাচ্ছিলাম, তোমার
আঁতুর ঘর রেসকোর্স ময়দানের দিকে।

তখনই আকাশ-বাতাস কাঁপিয়ে, স্বর্গ
দাপিয়ে ভূমিষ্ঠ হলো আমাদের স্বাধীনতা;
জয় বাংলা, জয় বাংলা স্লোগানের,
বাঁধভাঙা আওয়াজের মধ্যেই হতে থাকলো-
স্টেনগান, মেশিনগান কামানের তোপধ্বণী।

যারা দীর্ঘ নয়মাস-তোমায় শৃঙ্খলিত করে
বর্বর অত্যাচার পাশবিক নির্যাতনে, আগুনে পুড়িয়ে তোমাকে এবং তোমার গর্ভজাত সন্তানকে,
আঁতুর ঘরেই গলাটিপে মেরে
ফেলতে চেয়েছিল, সেইদিন তোমার মুক্তির
সন্তানদের জানবাজ লড়াইয়ে, পরাজিত হয়ে
নতশিড়ে পরাজয় মেনে নিলো সেই পাপিষ্ঠ
পাকিস্তানী হানাদার বাহিনী, আর প্রাণভয়ে
দলে দলে শেয়ালের মতো গর্তে লুকাতে
থাকলো- রাজাকার, আল-বদর, আল-
শামস, হায়নাদের দোসর পা'চাটা সারমেয়রা।

আমি চেয়ে দেখলাম, গোধূলীর অস্তগামী
সূর্যের আভায় যেন, ম্লান হয়ে গেল তোমার
প্রসবযাতনার যত ক্লেশ, মুহূর্তেই অবয়ব
থেকে মুছে গেল, কষ্টের বেদনাক্লিষ্ট ছায়া,
তোমার ঠোঁটজুড়ে তখন উদ্ভাসিত এক
স্বর্গীয়হাসি, মিলে গেল লাল সূর্যের আভায়।

তুমি তখন অপলক চেয়ে আছো, প্রিয় সন্তান
স্বাধীনের দিকে, তোমার এমন হাস্যজ্জোল
মুখ দেখে, কোটি মানুষের আনন্দাশ্রু গড়িয়ে
গড়িয়ে, মিশে যেতে থাকে পদ্মা-মেঘনা,
যমুনা পেরিয়ে- বঙ্গোপসাগরের উর্মীমালায়।

তাকে স্বাগত জানাতে তখন শুরু হয়ে
গেছে, লক্ষ লক্ষ মানুষের আনন্দ উৎসব;
কোটি মানুষ তাদের আবেগের সবটুকু
ঢেলে দিয়ে, নেমে আসে রাস্তায়, ঘরের চাল
সুউচ্চ দালান, ল্যাম্পপোস্ট, বাঁশের
খুঁটিতে টাঙ্গিয়ে দিল, লক্ষপ্রাণের বিনিময়ে
অর্জিত বিজয় নিশান, মুহূূর্তেই ইথারে ইথারে
সারাবিশ্বে ছড়িয়ে পড়তে থাকে, তোমার
স্বাধীনের জন্মের আনন্দের খবর...।

তোমার স্বাধীন আজ সুঠাম এক পূর্ণযুবক,
বিশ্বজুড়ে তার দুর্দান্ত প্রতাপ আর সুখ্যাতি
তাই, আজকের এই দিনে তার দিকে তাকালে,
সেদিনের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায়
আমাদের গর্বিত অহঙ্কারের নানান স্মৃতি।

 

মাহবুবুল আলম
কবি-কথাসাহিত্যিক, কলামিস্ট ও গবেষক



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top