আমার আরতো কিছু চাইনা : শাহান আরা জাকির
 প্রকাশিত: 
 ১৩ এপ্রিল ২০২২ ০১:৩৯
 আপডেট:
 ২৬ জুন ২০২২ ০৫:১৬
 
                                
পাখিরে তুই কিচিরমিচির কি কথা যে বলিস 
নদীরে তুই এঁকেবেঁকে কোন পথে যে চলিস 
আমার একলা চলার গান গাওয়া 
আর মাতাল করা হাওয়া
পিদিম জ্বালা ঘোর আঁধারে 
কত যে আসে বাধারে 
পাখির গানে নদীর টানে 
পরশ বুলায় প্রাণে 
আমার সাথে সূর্য তারা 
দিবা নিশি দিচ্ছে সাড়া 
মানুষগুলো প্রেতের মতো 
উটকো ধান্ধা যত 
গাছগাছালি পাখপাখালি 
মেঠোপথে সুর রাখালী 
ঝরা পাতার নিম বিছানায় 
আঁকড়ে থাকি শীতল মায়ায় 
আমার আরতো কিছু চাইনা 
টাকা পয়সা ধন রত্ন যতকিছুই পাইনা 
আমার হিসেব ছাড়া  বন্ধু আছে 
ঋণী আমি তাদের কাছে 
মানুষ নামের কীটের থেকে 
এড়িয়ে চলি এঁকেবেঁকে 
টালবাহানার বেহুঁশ ভারে 
ছাড়ি আমি শতেক ছার এ 
তুড়ি মেরে দেই উড়িয়ে 
মিথ্যেগুলো নে কুড়িয়ে 
সত্য আমার চাই 
তাই যেন ভাই পাই 
জগৎটা যে মায়ায় ভরা 
তার দাম তাই অনেক চড়া 
টাকা পয়সা ডলার দিয়ে যায়না তারে কেনা 
কিনতে পারে সেই মহাজন 
এ পথ যার চেনা 
এই নদী জল বন্ধু আমার
মানুষ নামের কীট না 
এদের আছে শিতল মায়া 
অমানবিক হিট না!
শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: