পুনরুত্থিত হতেই হবে : টুটু রহমান
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২২ ০৩:১৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০০:০৫

যেভাবেই তুমি সকাল দেখোনা
যদি না থাকে মানব কল্যাণ
পুনরুত্থিত হতেই হবে,
যেভাবেই তুমি নিজেকে সাজাও
পৃথিবীর শোভাকে আপন করে
পুনরুত্থিত হতেই হবে,
যেভাবেই তুমি সন্তানের মঙ্গলে
অন্যের হকে সম্পদশালী হও
পুনরুত্থিত হতেই হবে,
যেভাবেই তুমি ইবাদত করোনা
যদি থাকে তাতে আমিত্ব
পুনরুত্থিত হতেই হবে,
যেভাবেই তুমি ক্ষমতায় থাকো
যদি থাকে তাতে অহংকার
পুনরুত্থিত হতেই হবে।
মনে রেখো,
পুনরুত্থান দিবসে সন্তান ক্ষমতা
সম্পদ অহংকার আমিত্ব
কোনো কাজেই আসবেনা
যদি না থাকে ঈমান সৎকর্ম
সর্বোপরি নেক আমল।
টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন
বিষয়: টুটু রহমান
আপনার মূল্যবান মতামত দিন: