জীবনের গল্প : এস ডি সুব্রত
 প্রকাশিত: 
 ১৬ মে ২০২২ ২১:২৯
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০২:৫৯
 
                                
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 
যারা জীবনের গল্প আঁকে
তাদের চোখে স্বপ্ন জাগাতে 
কজন বলে এগিয়ে আসে,
হাতুড়ির আঘাতে রক্ত স্ফুলিঙ্গে 
যারা জীবিকার কাব্য লেখে
তাদের মুখে হাসি ফুটাতে 
সবার এগিয়ে আসতে হবে,
কলকারখানা মাঠে ঘাটে 
রক্ত যাদের ঘাম হয়ে ঝড়ে
শ্রমিক ভাই আর বোনের ঘরে
 চাঁদের হাসি উঠুক ফুটে,
হাওর পাড়ে কাঁদা জলে 
কৃষকের বুকে আশা জাগে
জল জোছনার স্বপ্ন নিয়ে 
আঁধার শেষে প্রদীপ জ্বলে ।
এস ডি সুব্রত
কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ
বিষয়: এস ডি সুব্রত

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: